একটু সময় নিয়ে ভেবে দেখা যাক..
- "শিক্ষিত হওয়া" আর "প্রকৃত মানুষ" হওয়া এক জিনিস নয়। "
 - "এই রিক্সা" বলে যে ডাকাডাকি করা হয় রিক্সার কিন্তু "কান" থাকে না।
 - জ্যোতিষী মানেই, "ভাগ্য পাল্টে দেয়ার কারিগর" না।
 - "ধনী" মানেই, "সুখী" না , তেমনই "দরিদ্র" মানেই, "অশিক্ষিত" না ৷
 - পত্রিকায় "প্রকাশিত সংবাদ" মানেই, "সঠিক সংবাদ" না।
 - "হেড়ে গলায়" "বেসুরো" "বেতালা" গান করে, আপলোড করে, কিছু "ভিউ", "লাইক" ম্যানেজ করা মানেই, "শিল্পী" হয়ে যাওয়া নয়।
 - টিভি চ্যানেলে বসে, "সামাজিক অবক্ষয়" নিয়ে, তর্কাতর্কি, চিৎকার, চেঁচামেচি, আস্ফালন করা, মানেই, "বুদ্ধিজীবী" না।
 - "পরীক্ষায় অকৃতকার্য" মানেই, "জীবন শেষ হয়ে যাওয়া" না।
 - "সেলিব্রেটি" প্রার্থী মানেই "ভাল রাজনীতি বোঝেন" এমনটা নয়।
 - পুরুষ মানেই "পোটেনশিয়াল রেপিস্ট" নয়, তেমনই মহিলারা "খোলামেলা" পোশাক পড়া মানেই অলিখিত সম্মতি নয়।
 - পায়ে হাত দিয়ে "প্রণাম" করাই "সন্মান" জানানোর একমাত্র "পন্থা" নয়।
 - জল আছে বলেই "যথেচ্ছ" ব্যবহার করার সার্টিফিকেট নয়।
 
মানুষজনকে কথাগুলো এত বোঝানোর চেষ্টা করে, আমি "ক্লান্ত", খুবই "ক্লান্ত", তবে, "হতোদ্যম" না ।

1 মন্তব্যসমূহ
কথাগুলি অত্যন্ত বাস্তবিক।
উত্তরমুছুন